বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে তিন দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।
এরা আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন আসামির ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর।
রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু সালেহ মো: নাসিম, অ্যা. কামরুল ইসলাম, মারুফ আহম্মেদ বিজন ও মোখলেছুর রহমান স্বপন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, মিয়াজান আলী, আব্দুস সালাম ও ইয়ারুল ইসলাম তা রিমান্ড না দেয়ার যৌক্তিকতা তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত উভয় পক্ষের কথা শুনে আসামির ৩ দিনের মঞ্জুর করেন।
রিমান্ড শুনানির সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি নেতাকর্মীরা। তারা আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাবের হাতে গ্রেফতার হন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তার বিরুদ্ধে রাজধানীসহ মেহেরপুরে একাধিক হত্যা ও অন্যান্য মামলা রয়েছে।