বহুল আলোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামসহ তিন জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) ও শনিবার ((০৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে ৪ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ সন্ধায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত মোল্যা নজরুল ইসলাম ছাড়া বাকি তিনজন হলেন, নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার (এসপি) আবুল হাসনাত।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর আটককৃত পুলিশশের এই ৪ উর্ধ্বতন কর্মকর্তা তাদে বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং এরপরেও পুলিশের বিভিন্ন ইউনিটে তাদের সংযুক্ত রাখা হয়।