সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের নামে হত্যাচেষ্টা মামলা করবেন আলোচিত ইউটিবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। একইসঙ্গে আরাফাতকে আটক করায় মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান হিরো আলম।
এর আগে, ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপ-নির্বাচনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে মারধর করেছিলো দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম গণমাধ্যমকে জানিয়েছিলো তাকে আরাফাতের নির্দেশে তাকে মারধর করা হয়েছিলো।
ভিডিও বার্তায় হিরো আলম বলেন, আপনারা সবাই দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে
সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে বেশকিছু লোকজন আমাকে হত্যার উদ্যেশে মারধর করে। দায়িত্বরত পুলিশ সদস্যরাও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে সেখান থেকে আমি বেঁচে ফিরেছিলাম।
তিনি আরও বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক হওয়ায় গুলশান থানার সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছন তিনি। এটাই তার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয় বলে জানিয়েছেন তিনি। এদিকে, আরাফাতের বিরুদ্ধে আগামীকাল কোর্টি গিয়ে মামলা করার কথাও জানান হিরো আলম।