আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সুনামগেঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আ.ফ.ম আনোয়ার হোসেন।
গত ৪ আগস্ট ছাত্র-জনতার অসহোযোগ আন্দোলনের বিক্ষোভে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় (২ সেপ্টেম্বর) হাফিজ উদ্দিন নামের এক ব্যাক্তি সুনামগঞ্জ আদালতে এম এ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে এই মামলা করেছিলেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।