বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চালাকালীন জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ অক্টেবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (বাংলাদেশ) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন। আগামী ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাসহ ৪৫ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দ্রুততম বিচার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়।ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অন্তত ৭৫৩ জন নিহত ও হাজার-হাজার মানুষ আহত হন।
এই পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের একাধিক নেতার বিরুদ্ধে আইসিটি তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের নিকট মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অন্তত ৬০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে।