রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে আটক করেছে র্যাব। বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তা গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাজধানীর গুলশান-১ এর একটি বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই টিপু মুনশি আত্মগোপনে ছিলেন। রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে ওই আসন থেকে টানা ৩য় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুনশি।