দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকার মহাখালী থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গ, গতকাল রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসায় ডিএমপি অভিযান চালিয়ে নগদ ৩ কোটি ১ লাখ টাকা উদ্ধার করে। একই সঙ্গে ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
শাহ কামাল ২০১৫ সালের মার্চ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। এই দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল।