সাতক্ষীরায় সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান দিয়েছে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। দেশে সিন্ডিকেট ভাঙতে পাইকারি দামেই খুচরা পণ্য সাধারণ মানুষের
মাঝে বিক্রি করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের রাজ্জাক পার্কের সামনে এই দোকান দেওয়া হয়। এসময় দোকানে ভোক্তাদের উপচে ভিড় দেখা যায়।
দোকানে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ছিল বাজারেরতুলনায় অনেক কম। প্রতি কেজি ডাল ১০০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, কাঁচা মরিচ ১০০, আলু ৫৫ টাকা, মিষ্টি কুমড়া ৫৭ টাকা, পুঁইশাক ২০ টাকা, পেঁপে ২৬ টাকা ও প্রতি পিস ডিম ১১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে।
দোকান পরিচালনা করছেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি রিফাত মেজবা ও আহসান উল্লাহ ও । তারা জানান, বাজারের সিন্ডিকেট ভাঙতেই এই উদ্যোগ নিয়েছেন তারা।