সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় সিএনজির যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও ৫ জন। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে পাবনা থেকে নগরবাড়িগমী মহাসড়কের মাদলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খুকনী গ্রামের সুজন সূত্রধরের স্ত্রী মিতু সূত্রধর (৩০) ও তার মেয়ে ইছামনি সূত্রধর (৭)।
এ দুর্ঘটনায় আহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার নারিন্দা গ্রামের বাসিন্দা সিএনজি চালক মো: তাইজুল ইসলাম (২৭), নারিন্দা গ্রামের মিতু সুত্রধরের মেয়ে কথামনি সুত্রধর (১২), বিনয় সূত্রধরের মেয়ে কলি সূত্রধর এবং তাদের আত্মীয় অরুনা সূত্রধর (৬০) ও সৌরভ সূত্রধর (১৭)।
জানা গেছে, এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বাস নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়। হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস ও সিএনজি সংঘর্ষের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খায়রুল বাশার বলেন, শাহজাদপুর ট্রাভেলস নামে ১টি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাবার পথে বিপরীতমুখী যাত্রী বোঝাই সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।