সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে শহরের চায়নাবাঁধ এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: শেহেরেনি সেলিম রিপনের পক্ষে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতা মো: আব্দুস সামাদ, মিলন সেখ, স্বপন সেখসহ অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।