সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে মো: জুবায়েল হোসেন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহত জুবায়েল হোসেন পৌরসভার মিরপুর মহল্লার বাসিন্দা।
মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় শিমুল পঞ্চসোনা এলাকায় নির্মাণাধীন বেসরকারি ইকোনোমিক জোনের ভেতরে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসের বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: আতাউর রহমান জানান, ইকোনোমিক জোনের ভেতরে নির্মাণাধীন সেতুতে কর্মরত শ্রমিক জুবায়েল হোসেন মারা যায় এবং অপর ২ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, যমুনা নদীর ক্যানেলে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হচ্ছিলো। এ সেতুটি বাস্তবায়ন করছে প্রাণ আরএফএল গ্রুপের ঠিকাদারী প্রতিষ্ঠান পিডিএল। নির্মাণকাজ চলাকালীন সেতুটির ১টি গার্ডার কাত হয়ে ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে চাপা পরে একজন শ্রমিকের মৃত্যু হয় এবং ২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।