সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশ, ডিবি ও র্যাবের অভিযানে জামায়াত ও বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।
র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মোঃ ইলিয়াস আলী জানান, সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের অবরোধ কর্মসূচি চলাকালে রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলায় মহাসড়কে নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম করার অভিযোগে বিএনপির দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম (৬২) ও কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী ফরিদুল ইসলাম (৫২)।
সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মী আটকের বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, জামায়াত বিএনপির ছয় নেতাকর্মীকে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল মালেক, পোরজনা ইউনিয়নের জামায়াতের আমীর নুহু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সদস্য মজিবর রহমান, ওয়ার্ড বিএনপির নেতা হযরত আলী ও হাবিবুল্লা নগর ইউনিয়নের বিএনপি নেতা নুরুল ইসলাম।
সিরাজগঞ্জ থেকে ডিবির ওসি জুলহাস উদ্দিন জানান, নাশকতার অভিযোগে রবিবার সন্ধ্যায় টিএম শাহাদত হোসেন ঠান্ডুকে আটক করা হয়েছে।
এছাড়াও কাজিপুর থানা থেকে দুইজন এবং রায়গঞ্জ, উল্লাপাড়া, এনায়েতপুর, বেলকুচি ও সদর থানা থেকে একজন করে আটক করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
অভিযানে আটককৃতরা হলেন- কাজিপুর উপজেলা যুবদল নেতা নাসিম উদ্দিন বাবু, মাসুদ রানা, সিরাজগঞ্জ পৌরসভার বিএনপি নেতা মঞ্জুর আলম লাবলু, রায়গঞ্জ উপজেলার যুবদল নেতা আবুল কালাম, উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন, এনায়েতপুরের ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী ভুইয়া এবং বেলকুচি উপজেলার শেরনগর পশ্চিমপাড়ার ছাত্রদলকর্মী সুমন ইসলাম।