সিলেটের প্রধান পর্যটনকেন্দ্রগুলো দ্বিতীয় দফায় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
জানা যায়, গত ৩০ মে বন্যা পরিস্থিতির কারণে প্রথম দফায় সিলেটের সকল পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়করা। গেল কয়েকদিনের বৃষ্টিপাত ও উজানের ঢলে ফের বন্যা দেখা দেওয়ার কারণে ২য় দফায় পর্যটনকেন্দ্রগুলো আবারও বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ জুন) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিলেটের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলার সবকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে তলিয়ে গেছে জাফলং, সাদাপাথর, বিছানাকান্দিসহ প্রধান-প্রধান পর্যটনকেন্দ্র।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন জানান, বন্যা পরিস্থিতির জন্য জেলার প্রধান প্রধান পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরইমধ্যে সেগুলো কার্যকর করা হয়েছে।