সিলেটে গরু ছিনতাইয়ের অভিযোগে এয়ারপোর্ট থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেনসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১০ জুন) এয়ারপোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত অপরজন হলেন ওমর ফারুক (২০)। এ সময় তার নিকট থেকে একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সোমবার (১০ জুন) রাতে জেলার এয়ারপোর্ট থানা এলাকায় গরুবোঝাই ট্রাক যাওয়ার সময় মোটসাইকেলযোগে কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে ট্রাকটিকে থামার সংকেত দেয়। পরে চালক ট্রাকটিকে না থামিয়ে শহরের দিকে যেতে থাকে।
একপর্যায়ে রাত ১০টার দিকে ট্রাকটি স্টেশনের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা ট্রাকটিকে ঘিরে ফেলে। পরে চালকের চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন তোফাজ্জুলকে হাতে-নাতে আটক করে। এ সময় বাকীরা পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তোফাজ্জলকে তাদের হেফাজতে নেয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে মো: ওমর ফারুকে চাকুসহ আটক করে।
সিলেটে গরু ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা আটকের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।