সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ মে) ভোরে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। সীমান্তের প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম ও ডিবিরহাওর এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত থেকে চোরাই পথে আসা পণ্যের মধ্যে ছিল বিপুল পরিমাণ লেহেঙ্গা, স্কিন শাইন ক্রিম, গোমেলা ক্রিম, ক্লপ জি ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ভিট হেয়ার রিমুভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রি পিস, ফ্রগ, বাচ্চাদের অ্যাঞ্জেল ড্রেস, লুঙ্গি, ওড়না, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতি চাল, বিস্কুট, মদ এবং একটি মহিষ।
জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫৯৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’