সিলেটে র্যাবের অভিযানে ইয়াবার বিশাল চালান জব্দসহ ২ মাদক কারাবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতাররা হলো, জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের মো: হোসেন আহমেদ (৩৫) ও মো: সিরাজ উদ্দিন (৫১)।
এর আগে, সোমবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের ১টি বাড়ি থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ওই ২ মাদক কারাবারীকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত সিলেটে গ্রেফতার হওয়া ইয়াবার চালানের মধ্যে এটিই সর্ববৃহৎ।
সিলেটে র্যাবের অভিযানে ইয়াবার বড় চালান জব্দসহ গ্রেফতারের বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া দপ্তর জানিয়েছে, গ্রেফতার ২ মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, ২০২২ সালে জকিগঞ্জ উপজেলা থেকে ৩৩ হাজার পিস ইয়াবার আরেকটি বড় চালান গ্রেফতার করেছিল র্যাব।
প্রসঙ্গত, সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা ইয়াবা পাচারের অন্যতম রুটে পরিণত হয়েছে। ভারত থেকে সীমান্ত দিয়ে ইয়াবার চালান প্রবেশ করে সেগুলো বিভিন্ন কৌশলে চলে আসে সিলেট শহরের অভ্যান্তরে। পরে ইয়াবার চালান হাত বদল হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়।