সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারত কোনোভাবেই এসব কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না। তবে ১৫০ গজের বাইরে হলে আপত্তি থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারতকে এসব বেড়া নির্মাণের কাজ করতে দেওয়া হবে না। ভারতের সাথে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে ২/১ দিনের মধ্যেই বিস্তারিত তথ্য জানাবে এবং বেড়া নির্মাণ কাজের প্রতিবাদ জানাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে ভারত সীমান্তের কিছু কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে চার হাজার ১‘শ ৫৬ কিলোমিটার সীমান্তের তিন হাজার ২‘শ ৭১ কিলোমিটার সীমান্তে ইতোমধ্যে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করেছে এবং বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেছেন, সম্প্রতি ভারত লালমনিরহাটে ৩ বিঘা করিডোর, কুমিল্লা, কুষ্টিয়া, ফেনী ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিলো। কিন্তু ২ দেশের চুক্তি অনুসারে যেকোনো স্থানে এই ধরনের উন্নয়ন কাজ করতে হলে ২ দেশের মধ্যে আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু ভারত তা করেনি।
উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের বিজিবি এবং সাধারণ জনগণের প্রতিবাদের মুখে ভারতের পক্ষ থেকে ৩ বিঘা করিডোর এবং নওগাঁ ও লালমনিরহাটে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত।