“সীমান্তে দাদাবাবুদের বাহাদুরির দিন শেষ” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ শুধু আম বা রেশমেই বিখ্যাত নয়, এটি সীমান্ত প্রতিরোধের প্রতীক। এই জেলার কৃষকরা ফ্যাসিবাদের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন।
রোববার (৬ জুলাই) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত “জুলাই পদযাত্রা” উপলক্ষে পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা সেই কৃষকের সন্তান, যারা কাস্তে হাতে মাঠে কাজ করি আবার প্রয়োজন হলে গুলির মুখেও দাঁড়াই।”
সীমান্ত ইস্যুতে তিনি বলেন, “সীমান্তে যদি আর কোনো আগ্রাসন হয়, যদি বিএসএফ আমার ভাইদের হত্যা করতে আসে, তাহলে আমরা লংমার্চ করব। সীমান্তের দায়িত্ব আমরাও নিতে জানি।” তিনি অভিযোগ করেন, বিএসএফ আন্তর্জাতিক আইন ভেঙে সীমান্তে গ্রেনেড পর্যন্ত ব্যবহার করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “আমরাই বলি চাঁপাইনবাবগঞ্জ হলো আমের রাজধানী। অথচ আজও এই আমকে শিল্পে রূপান্তরের কোনো উদ্যোগ নেয়নি কোনো সরকার।”
রেশম শিল্প নিয়েও হতাশা প্রকাশ করে নাহিদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জের রেশম এক সময় দেশের গর্ব ছিল। আজ তা হারিয়ে যাচ্ছে। সরকার চাইলে এটি টিকিয়ে রাখা সম্ভব, কিন্তু আগ্রহ নেই।”
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সরাসরি ট্রেন চালুর দাবিও সমর্থন করে এনসিপির আহ্বায়ক বলেন, “এই জেলার মানুষ বহুদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছে। আজকের সভা থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন দ্রুত এই দাবি বাস্তবায়ন করা হয়।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আকতার হোসেন, কেন্দ্রীয় নেতা আসিফ মোস্তফা জামাল, জেলা সমন্বয়কারী আলাউল হকসহ অনেকে।