ফের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও করণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এই সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিনজন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সীমান্তের স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে বাংলাদেশের সীমান্তের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিল কয়েকজন যুবক। ওই সময় ভারতীয় নাগরিকেরা তাদের মারধরও করেন। এ সময় বাংলাদেশের সীমান্তের ভেতরের কয়েকটি আমগাছ কেটে নিয়ে যায় ভারতীয়রা। এ নিয়ে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাঁসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন।
স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাদশা প্রথম আলোকে বলেন, সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়। ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।
আহতরা হলেন, উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার মেসবাহুল হক। তিনি বলেন, বিশ্বনাথপুর গ্রামের মো: রনি ও মো: ফারুক ।
বর্তমানে ঘটনাস্থলে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।