কুড়িগ্রামের ভূরুঙ্গামা উপজেলার বাগভান্ডার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো: মোজাফফর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা। বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম। আটককৃত মোজাফফর হোসেন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনজানান, ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মোজাফফর’কে গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।