সুনামগঞ্জের তাহিরপুরে একটি কুকুরের কামড়ে ৭ জন শিশুসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর, তাহিরপুর বাজার, মধ্য তাহিরপুর, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রমণকারী কুকুরটি উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের নুকুল দাসের ছেলে শ্রীবাসের পালিত। ওই কুকুরের কামড়ে উপজেলার নারী ও শিশুসহ ২৬ জন আহত হয়েছেন।
এই কুকুরটির কামড়ে আহতদের কারো হাত, পা ও মুখ ক্ষত হয়েছে।
আহতরা হলেন, উপজেলার তহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫), তাওহীদ (৩) তৌফিক মিয়া (৪০), তাহি (১২), তাজ মাহমুদ (৩২), ফয়সাল মিয়া (৪৫), ভাটি তাহিরপুর গ্রামের পরাভেজ মিয়া ( ১২), রফিক নুর (১৮), তাসিন (৮), চিরশ্রী (৪), আজিমা বেগম (৬০), রতনশ্রী গ্রামের আয়ান মিয়া (৬), তাজ মাহমুদ (৩২), দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের আশ্বাদ নুর (৬০), সনীল দাস (৬৫), টিটন (৪০)।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মধ্য তাহিরপুর গ্রামের শিশু স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদকে (৪৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনার পরপরই আজ দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের স্থানীয় লোকজন কুকুরটিকে কৌশলে হত্যা করে।
সুনামগঞ্জের তাহিরপুরে এক কুকুরের কামড়ে আহত ২৬ বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা ও রেবিক্স ভাইরাসের ইমিউনি গ্লোবিলিন ও রেবিক্স ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।