সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মৌলারপাড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইলিশ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় সীমান্ত এলাকায় আজ ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাছ রেখে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ১২ হাজার ৫’শ টাকা।
এ ব্যাপারে বিজিবির বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালাই। এসব মাছ ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি