সুনামগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) দুপুরের দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো: কুদ্দুস মিয়া (২১) ও মো: দুলন মিয়া (২৫)। তাদের বাড়ি ছাতক উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, আজ সকালে উপজেলার চেলা নদীতে ছোট একটি নৌকা দিয়ে বালু উত্তোলন করতে যান ৫ জন শ্রমিক। বালু উত্তোলনের সময় হঠাৎ ঝড় শুরু হয়। নৌকা নিয়ে শ্রমিকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা আরও ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়।
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, বজ্রপাতে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে মরদেহ করা হবে।