সুনামগঞ্জে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সনাতনী সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় মন্দিরে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো: আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), মো: ইমরান হোসেন (৩১) ও মো: শাজাহান হোসেনকে (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর জেলার দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের আকাশ দাস নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে ফেসবুকে একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্টের জেরে স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত আকাশ দাসকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। এদিন বিক্ষুব্ধ জনতা সনাতনী সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দিরে ভাঙচুর করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ এই ঘটনার সঙ্গে সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শনিবার (১৪ ডিসেম্বর) ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।