নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ডোগার বাজার এলাকার ছাবিদ আলী মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
নিহত ইয়াছিন আরাফাত উপজেলার কচ্ছপিয়া গ্রামের কৃষক খলিল উল্যার ছেলে। তিনি উপজেলার সৈকত সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহেল গণমাধ্যমে বলেন, ছাবিদ আলী মেম্বারের বাড়ির একটি কাঠবাদাম গাছে উঠে ডাল কাটছিল ইয়াছিন। এ সময় তার বাবাও গাছের পাশে ছিলেন। গাছের ডাল কাটার এক পর্যায়ে ইয়াছিন গাছ থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পরে স্বজনেরা লাশটি বাড়িতে নিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত নামের এক তরুণের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।