কোটা আন্দোলনে বিক্ষভ করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিনজনসহ সেই ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ করে তাদেরকে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায় , বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত (১৯ জুলাই) আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল আদালত অব আপিল আটক ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষভ করা পুরোপুরি নিষিদ্ধ। বিক্ষভ-মিছিল, মিটিং ও প্রতিবাদ সমাবেশের চেষ্টা করা বা উসকানি দিলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আরব আমিরাতে। সতর্ক করার পরও বাংলাদেশি প্রবাসীরা বিক্ষোভ করলে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এরপর আজ সেই দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ করে তাদেরকে দেশে পাঠানোর আদেশ দেন দেশটির রাষ্ট্রপতি শেখ মুহাম্মদ বিন জায়েদ নাহিয়ান।