বগুড়ার শেরপুরে মাত্র ৯ বছর বয়সী এক শিশুর উপর নির্মম যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থীকে সেচ প্রকল্পের ঘরে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি সেচ প্রকল্পের কাছে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
শিশুটি তার চাচাতো বোনকে নিয়ে সেচের পানি দিয়ে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সেচ ঘরে গিয়ে ভেজা কাপড় বদল করার সময় সেখানে উপস্থিত হয় সেচ মেশিনের মালিক শহিদুল সরকার (৪৫)। অভিযোগ রয়েছে, সে সুযোগে শিশুটিকে ঘরে আটকে রেখে যৌন নিপীড়ন চালায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। শিশুটির দাদি রবিবার রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, “আমার নাতনির ওপর এমন জঘন্য অপরাধের শাস্তি চাই। আসামিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।”
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, “আসামি গ্রেপ্তার এড়াতে পালিয়েছে, তবে তাকে শিগগিরই আটক করা হবে।”
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।”