সেনানিবাস কিংবা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা জাতির জন্য কোনোভাবেই ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন গোহাটা রোডে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘সেনাপ্রধানকে বিতর্কিত করার সুযোগ নেই’ জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “গণতান্ত্রিক সরকারের নিয়ম অনুযায়ী দেশের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সকল রাজনৈতিক দলের আলোচনার প্রয়োজন। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো।”
তিনি আরও বলেন, “৫ ও ৬ আগস্ট সেনাপ্রধান আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি নষ্ট হওয়া উচিত নয়। এটা জাতির জন্য ক্ষতিকর।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যনি বলেন, “দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর ধরে আমরা অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে লড়েছি, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। এখন সেই ভোট নিয়েই চক্রান্ত চলছে। এটি আমরা মেনে নেব না।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হলে বিএনপি স্বাভাবিকভাবেই ক্ষমতায় আসবে। কিন্তু কিছু মহল এটি চায় না। তারা চক্রান্তে লিপ্ত হয়েছে। বিএনপির সবাইকে সজাগ থাকতে হবে।”
‘গণতন্ত্রের শক্ত ভিত গড়তে হবে’ উল্লেখ করে বিএনপির সিনিয়র নেতা এ্যানি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য দেশ রক্ষা করা ও সুন্দর বাংলাদেশ গড়া। সে লক্ষ্যে পৌঁছাতে গণতন্ত্রের শক্ত ভিত গড়ে তুলতে হবে।”
জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন।