বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে দেশের প্রশাসন ব্যর্থ হওয়ায়। তবে দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি।
আমি মনে করি, দেশের যেসকল এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে শুধু সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া যায়। বর্তমানে দেশের অনেক জেলার পরিস্থিতি ভালো, সব রাজনৈতিক নেতারা অনেক কিছু দেখভাল করছেন। তাই সব এলাকায় সেনাবাহিনী’কে দেয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার ব্যাপারটি পুনর্বিবেচনা করা যেতে পারে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেয়ার সময় এসব কথা বলেছেন মির্জা ফখরুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো: ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাধারণ-সম্পাদক আব্দুল হান্নান হান্নু, মো: মির্জা ফয়সল আমিন, প্রচার সম্পাদক মো: মামুনুর রশীদ প্রমুখ।