বগুড়ায় সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতা তাহের আলী রঞ্জু (৪০) ও তার সহযোগী বায়েজিদ মিয়াকে (৩৮) আটক করা হয়।
শনিবার (৩ মে) গভীর রাতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী শিবগঞ্জ উপজেলার মোকামতলার বাসিন্দা ১৮ বছর বয়সী সাকিব মিয়াকে, যিনি প্রতারণার শিকার হতে যাচ্ছিলেন।
গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, টিনপট্টির একটি বহুতল ভবনে চক্রটির একটি গোপন আস্তানা রয়েছে বলে নিশ্চিত হয় সেনাবাহিনী। সেখানে অভিযান চালিয়ে চাকরি প্রত্যাশী সাকিবকে উদ্ধার এবং বায়েজিদকে হাতেনাতে আটক করা হয়।
তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—চক্রটি সাতজন চাকরি প্রত্যাশীর আসল এইচএসসি সনদ, চারটি ব্যাংক চেক ও স্বাক্ষরিত ১৪টি ফাঁকা স্ট্যাম্প হাতিয়ে নিয়েছে। পরে বায়েজিদের স্বীকারোক্তিতে শাকপালার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় চক্রের মূলহোতা তাহের আলী রঞ্জুকে।
বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, প্রতারকরা চাকরিপ্রত্যাশীদের বিশ্বাস অর্জনের জন্য নিজেকে প্রভাবশালী পরিচয় দিতো। কেউ যদি প্রকৃত পরীক্ষায় নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতো, তখনও চুক্তির নামে মোটা অঙ্কের অর্থ আদায় করত তারা।
তিনি আরও জানান, সম্প্রতি পুলিশ কনস্টেবল ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় পাঁচজন প্রার্থীর সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তবে কেউই শেষ পর্যন্ত চাকরি পায়নি।
আটক দুই প্রতারককে আইনগত প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।