সৌদি আরবে হজ পালনের সময় তীব্র গরমে জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন হজযাত্রী মারা গেছেন। সৌদিতে তীব্র তাপদাহের কারণে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে রবিবার (১৬ জুন) উভয় দেশের কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়াও গত (রবিবার) একজন বাংলাদেশি হাজি মারা গেছেন।
মঙ্গলবার (১৮ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে, মো: আলমগীর হোসেন খান (৭৩) নামের একজন হাজি গত ১৬ জুন হজ পালন করতে গিয়ে মিনায় মারা যান। মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ১৬ জন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে মক্কায় ১৩ জন, মদিনায় চারজন, ও মিনায় একজন মারা গেছেন।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ পালন করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে মরদেহ আনতে দেওয়া হয় না। এমনকি নিহতের পরিবার ও পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে তাদের জানাজা হয়।