স্কুল ড্রেস পড়ে না যাওয়ায় ৭ম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (১৩ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৪ মে) রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা হাতীবান্ধা থানায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (১৫ মে) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৭ম শ্রেণির ওই ছাত্র তার স্কুল ড্রেস ময়লা হওয়ার কারণে সাধারণ পোশাক পড়ে স্কুলে যায়। সেজন্য প্রধান শিক্ষক মো: আব্দুস সোবহান তাকে শ্রেণিকক্ষের বাইরে ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক পেটায়। পরে ওই ছাত্র ভীষণ অসুস্থ হয়ে পড়ে।
তারপরেও ওই শিক্ষক তাকে বিদ্যালয়ের এক শ্রেণি কক্ষে নিয়ে প্রায় ঘণ্টাখানেক তালাবদ্ধ করে রাখেন। পরে তার সহপাঠীদের কাছ থেকে ঘটনাটি শোনার পর ওই ছাত্রের বাবা স্কুলে যান। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসক তাকে বাড়ি পঠিয়ে দেন।
ভুক্তভোগী ওই ছাত্রের বাবা বলেন, তিনি এ ঘটনার সঠিক বিচার চান।
স্কুল ড্রেস না পড়ায় ছাত্রকে পেটানোর বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, আমরা একটি লিখিত অভিযোগটি পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।