ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সেলিম হোসেন তার ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা’ লিখে পোষ্ট করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ফেসবুক পোষ্ট নজরে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
১০ আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেন তিনি।
সেখানে জানানো হয়, ভিপি সেলিম নামক ফেসবুক আইডিতে “স্টেপ ডাউন হাসিনা” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার প্রধানের বিরুদ্ধে পোস্ট আপলোড করা হয়েছে। সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে সরকার প্রধানের বিরুদ্ধে এ ধরনের পোস্ট ফৌজদারি অপরাধ এবং বেসরকারি কলেজ পরিচালনা নীতিমালারও পরিপন্থি।
আপন ভাই কলেজের সভাপতি হওয়ায় তিনি একজন সক্রিয় রাজনীতিবিদের মতো কলেজে রাজনৈতিক চর্চা করে যাচ্ছেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম তার ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা’ লেখায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বৃহস্পতিবার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে পাঠান। সংশ্লিষ্ট অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখার একজন উপ-পরিচালক জানান, তিনিসহ আরও কয়েকজন শিক্ষক ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা ’ এ ধরনের পোস্ট করেছে, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে।