সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিশেষ সংবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলামকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ-এর ব্যানারে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা। তারা জানান, পদত্যাগ না করলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে মশালমিছিল হবে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রার আয়োজন করা হয়।

এদিনি বিকেল ৪ টার দিকে আন্দোলনকারীদের পক্ষে এই আলটিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আদ্রিতা রায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে ফিরে যান।

এর আগে, আজ দুপুরের দিকে ‘জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন’ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সকলা ঘটনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করে। পরে পুলিশ আন্দোলনকারীরা শিক্ষা ভবনের সামনে গেলে তাদের বাধা দেয় পুলিশ।

আন্দোলনকারী জাবি শিক্ষার্থী আদ্রিতা রায় বলেন, ‘আমরা এখানে যারা আছি, আজকে আমরা সবাই গণ-অভ্যুত্থানের অংশীদার এবং অংশগ্রহণকারী

তিনি বলেন, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছেন, উনি আমাদের ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বসে আছেন। তবে তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। দেশের এমন পরিস্থিতিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আমাদের আর কোনও পথ নেই। এসয় পরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এদিকে, আন্দোলনকারীরা পুলিশের বাধার শিকার হয়ে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে বিকেল তিনটার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে শিক্ষা ভবনের সামনে এসে তাদের সঙ্গে কথা বলার আহ্বান জানান তরুণ ও শিক্ষার্থীরা। তবে তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ আসেননি। এরপর আগামীকালের কর্মসূচি ঘোষণা করে মিছিল নিয়ে ফিরে আসেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৮ ফিব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন...

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে শাহবাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পোস্টে তিনি...

জনপ্রিয়

অপরাধ

চাঁদা না পেয়ে মিরপুর-১ নম্বরে মার্কেট ভাঙচুর, গ্রেফতার ১

চাঁদা না পেয়ে রাজধানীর মিরপুর-১ নম্বরে স্বাধীন মার্কেটে গতকাল রাতে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই ঘটনায় মার্কেটের ব্যবস্থাপক তরিকুল বাদী হয়ে মিরপুর...

সাজেকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭০টির বেশি হোটেল-রিসোর্ট

রাঙামাটির সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় হোটেল-মোটেল, রিসোর্ট ও বসতঘরসহ প্রায় ৯০টি স্থাপনা পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলার বাঘাইছড়ি...

চাঁদা না পেয়ে মিরপুর-১ নম্বরে মার্কেট ভাঙচুর, গ্রেফতার ১

চাঁদা না পেয়ে রাজধানীর মিরপুর-১ নম্বরে স্বাধীন মার্কেটে গতকাল রাতে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই ঘটনায়...

সাজেকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭০টির বেশি হোটেল-রিসোর্ট

রাঙামাটির সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় হোটেল-মোটেল, রিসোর্ট ও বসতঘরসহ প্রায় ৯০টি স্থাপনা পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৪...

শেখ পরিবারের নামে থাকা মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার...