স্বস্তি নেই সবজির বাজারে, হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়ে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল বেলা বাগেরহাট শহরের সব থেকে বড় বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। কয়েক সপ্তাহ আগেও কাঁচা মরিচ ১৮০ থেকে ২২০ টাকা কেজি দামে বিক্রি হতো।
স্বস্তি নেই অন্যান্য সবজিতেও। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব সবজির দাম। আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে, করলা ৮০, বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৫০ টাকা কেজিতে, টমেটো ২৬০ টাকা কেজিতে, পেঁপে ৫০ টাকা কেজিতে, পোটল ৯০, ঢেঁড়স ৬০, কচুর মুখি ৭০ থেকে ৮০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এক কথায় বাজারে ৬০ টাকার নিচে কোনও সবজি নেই। ব্যবসায়ীরা জানিয়েছেন বাজারে সরবরাহ কম তাই দাম বেড়েছে।
আরেকদিকে মা ইলিশ রক্ষার জন্য সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ একেবারে কমে গেছে। সেই সুযোগে স্থানীয় উৎপাদিত সব মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। কাতলা, রুই, গ্রাসকার্প, মৃগেল, চায়না পুঁটি, নাইলোটিকা, সিলভারকার্প আকার ভেদে ৩০০-৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
হরিণা চিংড়ি, চামি চিংড়ি, টেংরা বিক্রি হচ্ছে কেজিতে ৫০০-৮০০ টাকা পর্যন্ত। তেলাপিয়া ও পাঙ্গাশ বিক্রি হচ্ছে ১২০ থেকে ২৮০ টাকা পর্যন্ত। চাষের কৈ মাছ ২০০ থেকে ২৫০ টাকা, শোল বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা, রূপচাঁদা ৬০০ থেকে ৭০০, টাকি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা, ছোট পুঁটি মাছ ৬০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।