ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টয়লেট থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালের টয়লেটে ওই নবজাতকের গর্ভপাত ঘটিয়ে ওই প্রসূতির মা পালিয়ে গেছে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, আজ সকালে একজন পুরুষ ও গর্ভবতী নারী ডাক্তার দেখাতে এখানে আসেন। এসময় ওই প্রসূতি নিজের নাম রূপসী বলে পরিচয় দেন।
এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাম করাতে বলেন। ওই সময় হাসপাতালের টয়লেটে বাচ্চা প্রসব করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই নারী। পরে নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করে ফরিদপুরে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে কেউ কোনও অভিযোগ দেননি। যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।