মহান বিজয় দিবসে রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের পক্ষ থেকে শায়রুল কবীর খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন মির্জা ফখরুল। এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।
মির্জা ফখরুলের সাথে আছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল।