শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি

বিশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল ও নানা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে ছাত্র-জনতারা শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই চিত্র দেখা গেছে। ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিকে কেন্দ্র করে আজ ভোর থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

শহীদ মিনারের সামনে ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি, দালালি না রাজপথ, রাজপথ রাজপথসহ নানা স্লোগান দিতে শিক্ষর্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, এর মধ্যে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে অনেকে। আমরা যখন চিরতরে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায়। আমরা প্রয়োজনে তাদেরকেও প্রতিহত করব।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ