টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ১৮ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত ও প্রায় শতাধিক মসুল্লি আহত হয়।
এ ঘটনায় গতকাল সন্ধ্যার দিকে মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামায় আরও কয়েকশ জনকে আসামি করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে পুলিশ।
হত্যা মামলায় সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান জানান, গতকাল রাতে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।