রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ১টার দিকে রাতে রাজধানীর খিলক্ষেত থেকে তাকে আটক করা হয়।
হত্যা মামলায় সাবেক মেজর জিয়াউল আহসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মহা: আশরাফুজ্জামান। জিয়াউল আহসান বর্তমানে পুলিশের গোন্দো বিভাগের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, আলোচিত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।
তিনি ২০০৯ সালে ঢাকা মোহাম্মদপুর র্যাব-২ এর সহঅধিনায়ক হন। তিনি একই বছর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে নিযুক্ত হন। ওই সময় থেকেই তাকে নিয়ে বিভিন্ন ধরণের বিতর্কের সৃষ্টি হয়।