হবিগঞ্জের বানিয়াচংয়ে ২ পক্ষের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে বানিয়াচং উপজেলার ১৩ নং মন্দরি ইউনিয়নের আগুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার আগুয়া গ্রামের মো: শুকুর মিয়ার ছেলে আব্দুল কাদির (২৫), মো: বজলু মিয়ার ছেলে মো: সিরাজ মিয়া (৫০) এবং আলীরাজ মিয়ার ছেলে মো: লিলু মিয়া (৪০)।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ২ পক্ষের সংঘর্ষের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে জানান, বানিয়াচংয় উপজেলার আগুয়া গ্রামের ইউপি মেম্বার মো: সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি মেম্বার প্রার্থী মো: বদির মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ২ জনের সমর্থক সিএনজিচালক মো: আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার মো: বদির মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়।
এর একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আব্দুল কাদির ও সিরাজ মিয়া নিহত হন। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গুরুতর আহতাবস্থায় লিলু মিয়ার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিন্ত্রণে আনে। তবে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।