হবিগঞ্জের বাহুবলে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মো: সেবুল মিয়া (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ফয়সল মিয়া (২০) নামে আরও এক যুবক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো: সেফুল মিয়া তারাপাশা গ্রামের মো: ছোট্ট মিয়ার পুত্র। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষার্থী ছিলেন। হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেবুল মিয়া তার বন্ধু ফয়সলকে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সল গুরুতর আহত হয়। স্থানিয়ারা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সেবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।