জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনায় পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানান, জননিরাপত্তার স্বার্থে শহরে সব ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
জানা জানায়, দুপুর পৌনে ৩টার দিকে এনসিপির গাড়িবহর গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে পৌঁছালে একদল লোক তাদের ওপর ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। এনসিপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরাই এই হামলায় জড়িত।
একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়। সমাবেশস্থলের চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়, থেমে যায় যানচলাচল। শহরের পৌরপার্ক ও লঞ্চঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে। এসময় একাধিকবার হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে, দুপুর আড়াইটার দিকে এনসিপির সমাবেশ শেষ হয়। এরপর দলের নেতা-কর্মীরা শহর ত্যাগ করতে গেলে ফের পথে হামলার মুখে পড়েন। এনসিপির দাবি, শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও তারা হামলা ঠেকাতে তৎপর ভূমিকা রাখেনি।