শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল নামকরণের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এলকাবসীর উদ্যোগে টঙ্গী স্টেশন রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন টঙ্গীর ৫৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শেখ মানিক, মো: মিঠুন, মো: সালাহউদ্দিন, মো: মফিজ, মো: নাসির, ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান রাজ, ৪৩ নম্বর ওয়ার্ডের তারেক জিয়া পরিষদের সদস্য মো: রনি দেওয়ানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করতে হবে। অন্যথায় এই দাবি বাস্তবায়নে টঙ্গী এলাকাবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।