কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর এলাকায় হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার ঘুন্টিঘর এলাকায় সোনাহাট স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মা-মেয়ে হলেন, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগম (৪৫) ও মেয়ে মুন্নী আক্তার (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মোহাম্মদ আলী তার মেয়ে মুন্নি আক্তারকে সাথে নিয়ে অসুস্থ স্ত্রী মোমেনা বেগমের চিকিৎসার জন্য অটোরিকশা করে ভূরুঙ্গামারী হাসপাতালে যাচ্ছিলেন। পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশা সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই মেয়ে মুন্নী আক্তারের মারা যায়। এ সময় আহত মেনোনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার সেখান থেকে পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় আনার চেষ্টা চলছে।