শেখ হাসিনা ১৫ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য কলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের আগৈলঝাড়া বিএইচপি একাডেমির মাঠে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।
এম জহির উদ্দিন স্বপন বলেন, ক্রসফায়ারের নামে সাজানো হত্যাকাণ্ড ছিল সবচেয়ে নিষ্ঠুরতম রাষ্ট্রীয় মিথ্যাচার। ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা ৭০০ লোককে গুম করে হত্যা করেছে। বিনা বিচারে হত্যা করা হয়েছে দুই হাজার ৭০০ জনকে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, গত জুলাই-আগস্ট আন্দোলনে মাত্র ১৫ দিনে শেখ হাসিনা দেড় হাজার শিশু, শিক্ষার্থী ও নারীকে হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডের বিচারের কাজ দ্রুত শুরু করতে হবে এই সরকারকে।