চাহিদার তুলনায় হাকিমপুরের হিলিতে সরবরাহ বাড়ায় বেগুন, লেবু শসাসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম কমে অর্ধেকে নেমে এসেছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষ। দাম যেন এমনই থাকে সেই দাবিও জানিয়েছেন ক্রেতারা।
এদিকে বাজারে পণ্যের সরবরাহ বেশি থাকলেও প্রশাসনের তদারকি থাকলে দাম আর বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ব্যাবসায়ীরা। শনিবার (০৮ মার্চ) সকালে হকিমপুরের হিলির বেশে কয়েকটি বাজার এই চিত্র দেখা যায়
বাজারে রমজানকেন্দ্রিক কিছু পণ্যের সরবরাহ অনেকই বেড়েছে। যের কম বেগুন কয়েকদিন আগে ৬০ টাকায় বিক্রি হচ্ছিল তা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শসা ৪০ থেকে কমে ২০ টাকা, টমেটো ৩০ থেকে ২০ টাকা কমে ১০ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ২০ টাকা কমে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এবং লেবুর হালি ৬০ থেকে ২০ কমে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, রমজান মাসকে ঘিরে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে নিয়মিত বাজারে অভিযান চলছে। এ সময় বিক্রিতারা কি দামে পণ্য কিনছেন বা কেমন দামে বিক্রি করছেন তা যাচাই করে দেখা হচ্ছে। কোনও ব্যাবসায়াীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে আর্থিক জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।