মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: জসিমকে (৩০) রংপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১২ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে রংপুর মহানগরীর হারাগাছ থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ এতথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।