১১ দিনে ৯ হাজারেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ সারা দেশে গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এ অভিযান চলছে।
এ অভিযানে গত ১১ দিনে ৯ হাজারেরও বেশি আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু শনিবারেই (২৭ জুলাই) প্রায় আড়াই হাজার গ্রেপ্তার হয়েছে।
জানা যায়, শনিবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ৯ হাজার ১২১ জন গ্রেপ্তার হয়েছেন। এর আগে, শুক্রবার (২৬ জুলাই) পর্যন্ত সারাদেশে সাড়ে ৬ হাজারের বেশি গ্রেপ্তারের তথ্য ছিলো।
অবশ্য কিছু-কিছু ব্যক্তিকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের একটি বড় অংশ জামায়াতে ইসলামী ও বিএনপি এবং দল ২টির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাজধানী ও এর আশপাশে। রাজধানীর উত্তরা, মহাখালী, যাত্রাবাড়ী, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, আজিমপুর, ধানমন্ডি, রামপুরা, নীলক্ষেতসহ প্রায় পুরো রাজধানীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। ঘটনার পর মামলা ও গ্রেপ্তারও বেশি হচ্ছে রাজধানী এবং এর আশপাশে থেকে।
গত ২১ জুলাই (রবিবার) রাত থেকে পুলিশ ও র্যাব রাজধানীতে চিরুনি অভিযান শুরু করে। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেপ্তারী অভিযানে ‘ব্লক রেইড’ দেওয়া হচ্ছে। এ সংঘর্ষ ও সহিংসতায় কারা জড়িত ছিলেন, তা বের করতে ভিডিও ফুটেজ এবং ছবি বিশ্লেষণ করে এর তালিকা করা হয়েছে।