আওয়ামী লীগের সমর্থক হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ অক্টোবর) আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে, ফ্যাসিস্ট বিচারপতিদের আজ দুপুর ২টার মধ্যে অপসারণ করতে হবে বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
আজ সকালে নানা অনিয়মের অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।